WestBengalBangla

Jan 17 2024, 07:58

*বেলা বাড়তেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১৭ ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা ৩০ নাগাদ সিল পার্ক মর্গ থেকে এস এন ব্যানার্জি পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৪০০-৫০০ জন জমায়েত হবে। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে শিয়ালদহ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৭০০-৮০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Jan 17 2024, 07:56

*শীতের মাঝেই বৃষ্টির আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়া*


হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত করছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী তিনদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপামাত্রা একই থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বুধ এবং বৃহস্পতি— দু’দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস।

চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলাতে হতে পারে তুষারপাতও।

WestBengalBangla

Jan 16 2024, 16:19

দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার হৃদয়ে মণিমুক্তোর মত: মমতা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে দক্ষিণেশ্বরে প্লাটফর্ম সম্প্রসারণ করতে হবে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জমি চেয়ে ইতিমধ্যেই রাজ্যের দ্বারস্থ হয় মেট্রো কর্তৃপক্ষ। এবার দাবি, ভাঙতে হবে স্কাইওয়াকের একাংশ। এই নিয়ে ক্ষুব্ধ হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

'মেট্রো চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার হৃদয়ে মণিমুক্তোর মত। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্টে দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছি। মেট্রোর প্রতিটি প্রকল্প আমার করা', নবান্নে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WestBengalBangla

Jan 16 2024, 14:38

দমকলের ডিজিকেও বদলি করল নবান্ন

লোকসভা ভোটের আগেই পুলিশে বড় রদবদল করল নবান্ন। পুলিশের রদবদলের পাশাপাশি দমকলের ডিজিকেও বদলি করা হল। দমকলে ডিজি হিসেবে রণবীর কুমারকে বদলি করা হল। তাঁর জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকল দফতরের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হল।

গতকালই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এক ধাক্কায় ৭৯ জন পুলিশ অফিসারকে রদবদল করল নবান্ন। যাঁদের মধ্যে রয়েছেন একাধিক আইপিএস, রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও। মূলত, অ্যাডিশনাল এসপি ও এসডিপিও স্তরে একাধিক রদবদল করা হয়েছে।

তবে এর মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ বদলি বসিরহাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি। তাঁকে বদলি করে বারুইপুর পুলিশ জেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষকে অ্যাডিশনাল এসপি বসিরহাট পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

WestBengalBangla

Jan 16 2024, 14:36

প্রনয় ঘঠিত কারণে একই পরিবারে ৩ জনের মৃত্যু, ছেলে ও মেয়ে কে মেরে আত্মঘাতী বাবা

উত্তর ২৪ পরগনা: একই পরিবারে ৩ জনের আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্যে ছড়ালো নৈহাটি শিবদাসপুর এলাকায়। পেশায় শিক্ষক নৈহাটির বুদরিয়ার বাসিন্দা জ্যোতি প্রকাশ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। আর সেই ঝামেলার জেরেই জ্যোতি প্রকাশ ৬ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়ে কে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।পুলিশ সূত্রে খবর, জ্যোতিপ্রকাশ মন্ডল এর সাথে স্থানীয় এক মহিলার অবৈধ সর্ম্পকের জেড়ে স্ত্রীর সাথে বনিবনা ছিলো না।স্ত্রী ল্যাবনী মন্ডল আলাদা থাকতো । এরপর থেকেই অবসাদে ভুগছিলেন জ্যোতি প্রকাশ।গতকাল রাত্রে ছেলে ও মেয়ে কে বিষ খাইয়ে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।মৃত মেয়ের নাম লাজবন্তি মন্ডল(৯) এবং বাচ্চা ছেলেটির নাম জয়মাল্য মন্ডল(৫)। শিবদাসপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

WestBengalBangla

Jan 16 2024, 13:31

পৌষ সংক্রান্তি তিথিতে বৃহত্তম ৫২ হাত কালী মাতার আরাধনা নদীয়ায়

এসবি নিউজ ব্যুরো: রাস উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান শ্রীধাম নদীয়ার শান্তিপুর।সেই শান্তিপুরের কাছেই মহাপ্রভু লীলা করতে করতে, যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম নৃসিংহপুর কালনাঘাটে ,৪৭ বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা । নদীয়ার শান্তিপুর ব্লকের ,হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো অনুষ্ঠিত হয় । এই পুজো এবং মেলার আয়জন করে আমরা সকলে ক্লাব । এটিই বৃহত্তম ৫২ হাত কালী প্রতিমা, দাবি পুজো উদ্যোক্তাদের ।

দেবীর পুজার সঙ্গে চলে ১০ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা।১০ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ,যাত্রাপালা এবং সাধুদের শান্তিযোগ্য । পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন ৪৭ বছর ধরে পূজিতা হয়ে আসছেন এই কালীমাতা । পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজো অর্চনা।দীর্ঘ দু'বছর করোনা আবহে সেভাবে মহাসমারোহে পুজো তারা করে উঠতে পারেননি।

তবে এবার একেবারে মহাসামারহে পুজোর আয়োজন করা হয়েছে ।মকর সংক্রান্তির পূর্ণ্য লগ্নে শুরু হল মাতৃ আরাধনা । দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত , সুবিশাল বাসের কাঠামোর উপর পাটকাঠি খর এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে দেবী মূর্তি । আনুমানিক একমাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। এই মূর্তি তৈরিতে তারা নিযুক্ত ছিলেন ৯ জন মৃৎশল্পী ।

ইতিমধ্যে এই সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমেছে মন্দির প্রাঙ্গনে। তবে সুবিশাল কালী প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে রয়েছে একটি অন্য নিয়ম, দমকলের সাহায্যে জল দিয়ে ধুইয়ে মাকে নিরঞ্জন করা হয়। আর এই প্রথা চলে আসছে প্রায় ৪৭ বছর ধরে।

WestBengalBangla

Jan 16 2024, 13:30

ঝাঁটা হাতে সাফাই অভিযানে রাজ্যের হেভিয়েট মন্ত্রীরা, লক্ষ্য 'নিট অ্যান্ড ক্লিন' গঙ্গাসাগর

নিজস্ব প্রতিনিধি: অতীতের সব রেকর্ড ভেঙে এবারের গঙ্গাসাগরে ১ কোটি ১০ লক্ষ পুন্যার্থী পুণ্য এখন পর্যন্ত সম্পন্ন করেছে।আজ সকালে গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাঁটা হাতে নামলেন রাজ্যের মন্ত্রীরা।

গঙ্গাসাগর মকর সংক্রান্তির মেলা শেষ আগামীকাল।উপচে পড়া ভিড় এত মানুষের মিলন মেলায় গোটা এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়িয়ে আছে। আর তাই এদিন সকাল থেকেই গঙ্গাসাগর বেলাভূমি তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে।

গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী। মঙ্গলবার সকালে গঙ্গাসাগরে এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন আজ গঙ্গাসাগর মেলা শেষ দিনে সমুদ্র সৈকত সাফাই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ,যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা , অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিষয়ক দপ্তরের মন্ত্রী সৃজিত বসু , তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ একাধিক বিভাগীয় আধিকারিকরা। মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন," শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এবারে গঙ্গাসাগরের পূন্য স্নানে মোট ১ কোটি ১০ লক্ষ পূন্যাার্থী শামিল হয়েছিলেন। এই অনুষ্ঠানে জিবিডি এর পক্ষ থেকে বিভিন্ন কাজে নিয়োজিত কর্মীদেরও প্রশংসাপত্র প্রদান করা হয়।"

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Jan 16 2024, 12:14

হাতির হানায় মৃত এক, বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

এসবি নিউজ ব্যুরো: হাতির হানায় স্থানীয় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভূনাথ মন্ডল নামের স্থানীয় এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরুকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বন কর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্ন ভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে গোপবান্দীর বাসিন্দা শম্ভূনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবী এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানীর ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তাঁর ক্ষোভ চাষীরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

WestBengalBangla

Jan 16 2024, 11:36

বন্ধ টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার শুটিং

সামনেই পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। ভোটে দাঁড়াতে নিষেধাজ্ঞা টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশের। যার জেরে তারা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। একাংশের দাবী ভোটে মনোনয়ন জমা দেওয়ায় গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হচ্ছে কয়েকজন প্রার্থীকে। তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। তার সাথেই তারা এও জানান যে, ভোটে দাঁড়াতে নিষেধ করেছেন কয়েকজন গিল্ড-কর্তা।

এর জেরেই আজ বন্ধ হয়েছে টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার শুটিং।

WestBengalBangla

Jan 16 2024, 08:04

*বঙ্গ জুড়ে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপামাত্রা একই থাকবে। চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৪-৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা। আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের থেকে থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ১৬ জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা।